সর্বশেষ

সারাদেশ

সিলেট ও মেহেরপুর সীমান্তে ভারত থেকে পুশ ইন, ১৭২ জন আটক

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২৫ মে, ২০২৫ ৮:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেট ও মেহেরপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশে ১৭২ জনকে পুশ ইন করেছে। তাদের মধ্যে রয়েছে নারী, শিশু এবং বিভিন্ন বয়সের পুরুষ। পরে অভিযান চালিয়ে বিজিবি ও পুলিশ তাদের আটক করে হেফাজতে নিয়েছে।

বিজিবির তথ্য অনুযায়ী, শনিবার (২৪ মে) গভীর রাত থেকে রোববার (২৫ মে) সকাল ৮টা পর্যন্ত সিলেটের তিনটি সীমান্ত দিয়ে মোট ১৫৩ জনকে বাংলাদেশে পুশ ইন করা হয়। এর মধ্যে সিলেটের বিয়ানীবাজার উপজেলার বড়লেখার শাহবাজপুর সীমান্ত দিয়ে ৭৯ জন, নয়গ্রাম সীমান্ত দিয়ে ৩২ জন এবং পাল্লাথল সীমান্ত দিয়ে ৪২ জনকে পাঠানো হয়।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, রাত আনুমানিক আড়াইটা থেকে ঘন জঙ্গল ও বিলের ভেতর দিয়ে এসব মানুষকে বাংলাদেশে প্রবেশ করানো হয়। বর্তমানে তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে।

এদিকে, রোববার ভোরে মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে আরও ১৯ জনকে পুশ ইন করা হয়, যাদের মধ্যে রয়েছেন ৯ শিশু, ৫ নারী ও ৫ পুরুষ। মুজিবনগর থানা পুলিশ তাদের আটক করে হেফাজতে নিয়েছে।

আটককৃতদের দাবি, তারা সবাই বাংলাদেশি নাগরিক এবং বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। পরে তারা হরিয়ানা রাজ্যে বাস করতেন। ছয়-সাত দিন আগে ভারতের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর জেলে রাখা হয়। সেখান থেকে রোববার ভোরে সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনি প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন