সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরার তালায় প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার আভিযোগে আটক ১

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

শনিবার, ২৪ মে, ২০২৫ ৮:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের গনেশপুর গ্রামে এক প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজন চায়ের দোকানদারকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক ব্যক্তির নাম মোঃ রওশন আলী (৫৪), তিনি ওই গ্রামের বাসিন্দা।

প্রতিবেশীরা জানিয়েছেন, ওই দিন বিকাল ৩টার দিকে ৭ম শ্রেণিতে পড়ুয়া ওই প্রতিবন্ধী শিশু তার প্রতিদিনের মতো বাড়ি থেকে প্রাইভেট পড়তে বের হয়। তবে সেই দিন তার প্রাইভেট শিক্ষক ব্যক্তিগত কারণে ক্লাসে না আসায়, শিশুটি একাই বাড়ি ফিরছিল। পথে গনেশপুর বাজারের কাছাকাছি পৌঁছালে, খাবার কিনে দেওয়ার নাম করে তাকে একটি পোল্ট্রি খামারের মধ্যে নিয়ে যান রওশন আলী। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন তিনি। শিশুটি চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে শিশুটির বাবা পাটকেলঘাটা থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে রাতের মধ্যে রওশন আলীকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার সকালে শিশুর মা থানায় রওশন আলীর বিরুদ্ধে ধর্ষণের চেস্টা এবং অপহরণের অভিযোগে মামলা করেন। মামলার নং ০৭, তারিখ ২৩/০৫/২০২৫।

পাটকেলঘাটা থানার ওসি মোঃ মাঈনুদ্দীন বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্তকে রাতেই আটক করা হয়েছে। এই ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে বলে জানান তিনি।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন