সর্বশেষ

সারাদেশ

লোহাগড়ায় তুচ্ছ ঘটনার জেরে মাংস ব্যবসায়ীকে কুপিয়ে জখম

 এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ ২:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়া পৌরসভার সিঙ্গা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোঃ সাহেব শেখ (৩৬) নামে এক মাংস ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

তিনি সিঙ্গা গ্রামের মৃত বারিক শেখের ছেলে এবং লক্ষীপাশা ও লোহাগড়া বাজারে মাংস বিক্রির ব্যবসার সঙ্গে জড়িত।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে রামপুর নিরিবিলি পিকনিক স্পটের সামনে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে জানা যায়, ওইদিন সকালে লক্ষীপাশা চৌরাস্তার মাংস পট্টিতে সিঙ্গা ও পাশ্ববর্তী দাসেরডাঙ্গা গ্রামের লোকজনের মধ্যে কথাকাটাকাটির ঘটনা ঘটে। এরই জের ধরে দুপুরে সাহেব শেখ কাজ শেষে বাড়ি ফেরার পথে পূর্ব থেকে ওঁত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাহেব শেখ রামপুর নিরিবিলি পিকনিক স্পট এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার তদন্ত চলছে। জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন