সর্বশেষ

সারাদেশ

পাবনায় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, আহত ১

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি

বুধবার, ২১ মে, ২০২৫ ৯:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের দক্ষিণ মাছিমপুর গ্রামে বজ্রপাতে ছুম্মা খাতুন (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার জা ফরিদা খাতুন (৫৫) আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২০ মে) সন্ধ্যার কিছু আগে।

নিহত ছুম্মা খাতুন ওই গ্রামের খাজা প্রামাণিকের স্ত্রী। আহত ফরিদা খাতুন পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য আমিনুর রহমান জানান, ভারী বৃষ্টির সময় মাঠে থাকা ছাগল আনতে যান ছুম্মা খাতুন, তার স্বামী খাজা প্রামাণিক ও জা ফরিদা খাতুন। এ সময় আকস্মিক বজ্রপাত ছুম্মা খাতুনের শরীরে পড়ে এবং তার বুকের একপাশ ছিদ্র হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয় বাসিন্দা আতিকুর রহমান জানান, ছুম্মা খাতুন ও তার স্বামী খাজা প্রামাণিক পরিশ্রমী কৃষক। বাড়িতে একটি গরুর খামার পরিচালনা করতেন ছুম্মা খাতুন। প্রতিদিনের মতো খামারের কাজ শেষে তিনি মাঠে থাকা ছাগল আনতে গিয়েছিলেন। দুর্ভাগ্যজনকভাবে সেখানেই বজ্রপাতের শিকার হন তিনি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, পরিবার ও এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে নিহতের দাফন সম্পন্ন হয়েছে। তিনি বলেন, বজ্রপাতের সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।

৩১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন