জমি নিয়ে বিরোধ, শিবালয়ে তিন বছরের শিশু জোবাইদাকে কুপিয়ে জখম

সোমবার, ১৯ মে, ২০২৫ ২:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় জমি-সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে ভয়াবহ হামলার শিকার হয়েছে মাত্র তিন বছরের শিশু জোবাইদা।
রোববার (১৮ মে) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার ঝড়িয়ারবাগ এলাচিপুর গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র ১৪ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার দিন জমির মাপজোখ ও সালিশ চলাকালে একদল সন্ত্রাসী অতর্কিতে হামলা চালায়। হামলার নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের কম্পিউটার অপারেটর নজরুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীদের মতে, প্রথমে নজরুল ও তার সঙ্গে থাকা সজিব, নাসির, বসিরসহ আরও কয়েকজন রাব্বী নামের এক যুবকের ওপর হামলা চালায়। রাব্বী পালিয়ে থানায় আশ্রয় নিলে হামলাকারীরা তার বাবা আছলামকে মারধর করে এবং পরে নজরুল গং বাড়িতে ঢুকে ধারালো দা দিয়ে শিশু জোবাইদার মাথায় আঘাত করে।
শিশুটির মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বিরোধ আমাদের মধ্যে, কিন্তু আমার নিষ্পাপ মেয়েকে কুপিয়ে মারার চেষ্টা করল কেন? আমি এর সুষ্ঠু বিচার চাই।”
জোবাইদার চিকিৎসক ডা. তপরেশ বিশ্বাস জানান, “শিশুটির মাথায় ছয়টিরও বেশি সেলাই দিতে হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তার অবস্থা এখনো আশঙ্কাজনক।”
স্থানীয় সূত্র বলছে, জমির মালিকানা নিয়ে বিরোধের মূল কেন্দ্র ছিলেন নজরুল ইসলাম, যিনি ভুক্তভোগী পরিবারের আত্মীয়ও বটে। তার নানা আবুল হায়াত দুই মেয়ের নামে ২১ শতাংশ জমি লিখে দেন। তবে সেই জমির ১৪ শতাংশ অংশ নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন নজরুল।
শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাল উদ্দিন বলেন, “ঘটনার সময় আমি থানায় একটি কমিউনিটি পুলিশিং প্রোগ্রামে ছিলাম। পরে খবর পেয়ে পুলিশ পাঠানো হয়।”
এ ঘটনায় জোবাইদার বাবা নজরুল ইসলাম বাদী হয়ে শিবালয় থানায় ৯ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কালাম হোসেন বলেন, “আমরা ঘটনার তদন্ত শুরু করেছি এবং আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।”
এদিকে, গুরুতর আহত শিশুটির পরিবার দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
১১৭ বার পড়া হয়েছে