সর্বশেষ

সারাদেশ

কালিয়ায় বিএনপি নেতা আব্দুল লতিফ সম্রাটের গাড়ি বহরে হামলা, আহত ১৫

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

সোমবার, ১৯ মে, ২০২৫ ১:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাটের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে।

রোববার (১৮ মে) দুপুরে ঢাকা থেকে কালিয়ায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে উপজেলার যোগানিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দিতে ঢাকা থেকে রওনা হন বিএনপি নেতা আব্দুল লতিফ সম্রাট। তিনি চাপাইল ব্রিজ এলাকায় পৌঁছালে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে বরণ করে নেয় এবং গাড়ি বহর সহ যাত্রা শুরু করেন। এ সময় যোগানিয়া এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়।

হামলায় বিএনপি নেতার ব্যবহৃত গাড়ি ভাঙচুর করা হয় এবং অন্তত ৪০টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনায় স্থানীয় সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় আব্দুল লতিফ সম্রাটকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল হয়ে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার পরপরই উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।

কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ অভিযোগ করে বলেন, জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসের নির্দেশে তার ভাইয়ের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। তিনি বলেন, “তারুণ্যের অহংকার তারেক রহমানের কাছে বিনীত আবেদন, দলে বিভাজন ও ভাবমূর্তি বিনষ্টকারী এসব নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হোক।”

তবে জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেন, “শনিবার খুলনার একটি কর্মসূচি শেষে আমি ও আমার ভাইয়েরা ঢাকায় চলে এসেছি। হামলার ঘটনায় আমরা কেউই জড়িত নই। এসব অভিযোগ ভিত্তিহীন।”

এ বিষয়ে নড়াইল জেলা পুলিশের মুখপাত্র পরিদর্শক মীর শরিফুল হক জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে টহল দিচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে বিএনপির শীর্ষ নেতারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। নিউইয়র্ক বিএনপির নেতা গিয়াস আহম্মেদ এবং লন্ডন সিটির বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক তুহিন মোল্যা পৃথক বিবৃতিতে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হল ছাত্রদলের সাবেক নেতা ফজলে রাব্বী রাজিব বলেন, “যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার ওপর এই হামলা অত্যন্ত নিন্দনীয়।”

১৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন