দিনাজপুরে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২

সোমবার, ১৯ মে, ২০২৫ ৪:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২৫ মাইল এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও সড়কের বাবলু ফার্মের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আরও দুজন গুরুতর আহত হয়েছেন, যাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে রয়েছেন মাইক্রোবাস চালক আরিফুল ইসলাম মানিক এবং যাত্রী দেলোয়ার। নিহত অপর একজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার ভোরে একটি মাইক্রোবাস ও একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চালক মানিক ও যাত্রী দেলোয়ারের মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও তিনজন আহত হন। তাদের উদ্ধার করে দ্রুত ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল। তারা দ্রুত উদ্ধার তৎপরতা চালায় এবং যান চলাচল স্বাভাবিক করতে সহায়তা করে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে তিনি জানান।
১১৮ বার পড়া হয়েছে