কালবৈশাখীর তাণ্ডবে নিহত ১, ক্ষতিগ্রস্ত বহু ঘরবাড়ি

রবিবার, ১৮ মে, ২০২৫ ৩:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গতকাল শনিবার (১৭ মে) দিবাগত রাতে দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ কালবৈশাখী ঝড় আঘাত হানে।
ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। একাধিক জেলায় দেখা দেয় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার ব্যাঘাত। এ ঘটনায় একজন নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
রাতে মেহেরপুরে প্রচণ্ড ঝড়ো হাওয়ার সঙ্গে ভারি বৃষ্টিপাত হয়। এতে জেলা সদরের বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। উপড়ে পড়ে বহু গাছ ও বিদ্যুতের খুঁটি। বাড়িঘরের চাল ভেঙে আহত হন কয়েকজন স্থানীয় বাসিন্দা।
গাইবান্ধা জেলায় ঝড়ের তীব্রতা আরও ভয়াবহ রূপ নেয়। প্রবল বাতাসে একটি গাছ ভেঙে পড়ে সড়কের পাশে থাকা এক চায়ের দোকানের ওপর। এতে এক নারী ঘটনাস্থলেই প্রাণ হারান।
কালবৈশাখীর প্রভাবে জামালপুরেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। শহরের বিভিন্ন সড়কে গাছ উপড়ে পড়ায় যান চলাচল বিঘ্নিত হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় অনেক ঘরবাড়িও।
দেশের বিভিন্ন স্থানে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের পুনরাবৃত্তি ঠেকাতে এবং ক্ষয়ক্ষতি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছেন স্থানীয়রা।
১১৯ বার পড়া হয়েছে