মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ডের রায়

শনিবার, ১৭ মে, ২০২৫ ৪:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মাগুরায় এক শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আদালত সোমবার (১৭ মে) প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে আদালত।
অপর তিনজন আসামি—শিশুটির বোনের জামাতা সজীব শেখ, তার ভাই রাতুল শেখ এবং তাদের মা রোকেয়া বেগম—সেখানে খালাস পেয়ে যান।
মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন। সকাল সাড়ে ৯টায় ভার্চুয়ালি রায় প্রদান শেষে, চারজন আসামিকে কারাগার থেকে আদালতে আনা হয়। এই মামলার রায় দ্রুততম সময়ের মধ্যে, দুই মাস এগারো দিনের মধ্যে, সম্পন্ন হলো।
চার্জশিট অনুযায়ী, গত ১৩ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার পরিদর্শক মো. আলাউদ্দিন চার্জশিট জমা দেন, যেখানে চারজনকে অভিযুক্ত করা হয়। অভিযোগে জানানো হয়, প্রধান আসামি হিটু শেখ শিশুটিকে ধর্ষণের পাশাপাশি হত্যার চেষ্টাও করে। অন্যদিকে, শিশুটির বোনের জামাতা সজীব শেখ ও তার ভাই রাতুল শেখকে হত্যার ভয় দেখানো ও জখমের জন্য অভিযুক্ত করা হয়। এ ছাড়া, শিশুটির শ্বশুরবাড়ির সদস্য জাহেদা বেগমকেও তথ্য গোপনের অভিযোগে অভিযুক্ত করা হয়।
প্রসঙ্গত, এই ঘটনায় শিশুটি গত ১ মার্চ নান্দুয়ালী গ্রামে তার বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। ৫ মার্চ রাতে হিটু শেখ শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে এবং পরে ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটি মারা যায়। এ ঘটনায় ৮ মার্চ শিশুটির মা বাদী হয়ে মামলা করেন, যা দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
অভিযোগ ও রায়ের এই ঘটনা শিশু নিরাপত্তা ও নারীর অধিকার নিয়ে সমালোচনার ঝড় তোলে।
১২০ বার পড়া হয়েছে