রূপগঞ্জে চাল ব্যবসায়ী হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, আটজনের যাবজ্জীবন

বৃহস্পতিবার , ১৫ মে, ২০২৫ ২:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় চাল ব্যবসায়ী নুরুল হক মোল্লা হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় একজনকে খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ের সময় অধিকাংশ আসামি আদালতে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, মিলন (৪৯) ও সজিব (৪১)।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন—আলম, জুবায়ের, মোজাম্মেল, আমিনুল, আব্দুল হক, বাবুল, লস্কর আহমেদ জীবন এবং রহমত আলী। এদের মধ্যে আহমেদ জীবন ও রহমত আলী বর্তমানে পলাতক। মামলার আরেক আসামি রবিনকে খালাস দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১৭ আগস্ট চাল ব্যবসায়ী নুরুল হক মোল্লা নিখোঁজ হন। তিন দিন পর ২০ আগস্ট ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের পরিবারের পক্ষ থেকে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে পুলিশ ১১ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
১১৭ বার পড়া হয়েছে