সর্বশেষ

আন্তর্জাতিক

আবারও পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিনজন নিহত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ১৫ মে, ২০২৫ ৯:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার আওয়ানতিপোরায় ভারতীয় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তিনজন সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে নাদার ও ত্রাল এলাকায় অভিযান চালালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ভারতীয় নিরাপত্তা বাহিনী জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে অংশ নেয় রাষ্ট্রীয় রাইফেলস ইউনিট। অভিযান চলাকালে কথিত সন্ত্রাসীরা একটি বসতবাড়িতে আশ্রয় নিয়েছিল। নিরাপত্তা বাহিনীর অভিযানে তারা বেশিক্ষণ টিকতে পারেনি।

এই ঘটনার মাত্র ৪৮ ঘণ্টা আগেই জম্মু ও কাশ্মীরের কুলগাম ও শোপিয়ানের জঙ্গল এলাকায় আরও একটি বড় ধরনের সংঘর্ষ ঘটে। ১৩ মে ওই অভিযানে তিন সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হন।

ভারতীয় সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ জানায়, শোপিয়ানের শোকাল কেলার এলাকায় ‘সার্চ অ্যান্ড ডেস্ট্রয়’ অভিযান চালিয়ে ওই সন্ত্রাসীদের হত্যা করা হয়।

এদিকে, সাম্প্রতিক উত্তেজনা পটভূমিতে এই অভিযানগুলোকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। এপ্রিল মাসে পহেলগামে একটি নৃশংস হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে ব্যাপক প্রতিশোধমূলক বিমান হামলা চালায় পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মীরে। পাকিস্তানও পাল্টা জবাব দেয়। এতে দুই পক্ষেরই বহু হতাহতের ঘটনা ঘটে।

যদিও ১০ মে থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবু ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, সীমান্তে এখনো ‘কড়া নজর’ রাখা হচ্ছে।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন