সর্বশেষ

আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান উত্তেজনায় যুক্তরাষ্ট্র: ‘এটি আমাদের বিষয় নয়’

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ৯ মে, ২০২৫ ৬:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই দেশ—ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে।

এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্পষ্ট জানিয়েছেন, ওয়াশিংটন এই সংঘাতে সরাসরি কোনো ভূমিকা নিচ্ছে না।

শুক্রবার টিআরটি গ্লোবালের খবরে বলা হয়, ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, “আমরা চাই পরিস্থিতি শান্ত হোক। কিন্তু এটি মূলত আমাদের বিষয় নয়।” তিনি আরও বলেন, “আমরা এমন কোনো যুদ্ধে জড়াবো না, যা আমাদের স্বার্থের সঙ্গে সম্পর্কিত নয় এবং যেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই।”

ভ্যান্স জানান, যুক্তরাষ্ট্র কেবলমাত্র দুই দেশকে শান্ত থাকার জন্য উৎসাহ দিতে পারে, তবে কোনো সামরিক বা কূটনৈতিক হস্তক্ষেপ করার পরিকল্পনা নেই।

এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ভারত ও পাকিস্তানকে শান্ত থাকার আহ্বান জানান। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, “আমি দুই দেশকেই ভালোভাবে চিনি। চাই তারা নিজেদের মধ্যে সমস্যার সমাধান করুক।”

ট্রাম্প ভারতের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলাকে ‘লজ্জাজনক’ আখ্যা দেন এবং আশা প্রকাশ করেন যে, পারমাণবিক অস্ত্রে সজ্জিত এই দুই দেশের মধ্যে সংঘাত দ্রুতই অবসান ঘটবে।

বর্তমানে উভয় দেশের সীমান্তে উত্তেজনা তুঙ্গে। হামলা-পাল্টা হামলার ঘটনায় বড় ধরনের সংঘাতের শঙ্কা বাড়ছে। বিশ্ব সম্প্রদায় পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

১২৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন