ইরানের সেমনান প্রদেশে ৫ মাত্রার ভূমিকম্প

বৃহস্পতিবার , ৮ মে, ২০২৫ ১১:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইরানের সেমনান প্রদেশে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫।
ইরানি ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, এটি স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৮টা ৫৩ মিনিটে জামানআবাদ এলাকায় আঘাত হানে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৯ কিলোমিটার গভীরে, যার ভৌগোলিক স্থানাঙ্ক ছিল ৩৫.২৫ অক্ষাংশ এবং ৫৭.১৯ দ্রাঘিমাংশ। তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।
ভূতাত্ত্বিকভাবে ইরান একটি ভূমিকম্প-ঝুঁকিপূর্ণ অঞ্চল। দেশটি আরবীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত, যেগুলোর পারস্পরিক গতি প্রায়ই ভূমিকম্প সৃষ্টি করে। প্রতিবছর দেশটিতে গড়ে প্রায় ১০,০০০ ছোট থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প ঘটে, যার মধ্যে কিছু মারাত্মকভাবে ধ্বংসাত্মক।
ইতিহাস বলছে, ২০০৩ সালে বামের ৬.৬ মাত্রার ভূমিকম্পে প্রায় ২৬,০০০ মানুষ নিহত হন। এর আগে ১৯৯০ সালে মানজিল-রুদবার এলাকায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারান প্রায় ৪০,০০০ মানুষ।
ভবিষ্যতের ঝুঁকি বিবেচনায় বিশেষজ্ঞরা তেহরানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলে ভূমিকম্প প্রতিরোধী অবকাঠামো নির্মাণ, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ প্রস্তুতির ওপর জোর দিচ্ছেন।
১১৯ বার পড়া হয়েছে