সর্বশেষ

সারাদেশ

ঢাকার ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিক নিহত

মোঃ রাসেল হোসেন, ধামরাই
মোঃ রাসেল হোসেন, ধামরাই

শনিবার, ৩ মে, ২০২৫ ৯:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. রফিক (৩৯) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (৩ মে) সকাল ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বারবারিয়া এলাকার ইনসেপ্টা ওষুধ কারখানার সামনে দুর্ঘটনাটি ঘটে।

নিহত রফিক মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার খুশিচর গ্রামের মো. তমিজউদ্দিনের ছেলে। তিনি ধামরাইয়ের জয়পুরায় অবস্থিত পলমল পোশাক কারখানায় সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সকালে রফিক মোটরসাইকেলে করে মানিকগঞ্জ থেকে কর্মস্থলের উদ্দেশে রওনা দেন। বারবারিয়া এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে রফিক ঘটনাস্থলেই নিহত হন।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন