হেফাজতের নতুন কর্মসূচি ঘোষণা, নারী কমিশন ও মামলা প্রত্যাহারের দাবি

শনিবার, ৩ মে, ২০২৫ ৯:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত মহাসমাবেশ থেকে দুটি নতুন কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
নারীর ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিতে আগামী তিন মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন এবং ২৩ মে বাদ জুমা বিক্ষোভ মিছিল করবে সংগঠনটি।
হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই সমাবেশে নতুন কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, “দাবি আদায়ে আমরা আন্দোলন করব, সংগ্রাম করব, প্রয়োজনে জেহাদও করব।”
মহাসমাবেশে ঢাকা ও দেশের বিভিন্ন জেলা থেকে নেতা-কর্মীরা যোগ দেন। এতে চার দফা দাবি তুলে ধরা হয়, যার মধ্যে প্রধান দাবি হলো, হেফাজত নেতাদের নামে থাকা প্রায় ৩০০টি মামলা প্রত্যাহার। এছাড়া ২০১৩ সালের শাপলা চত্বর, ২০২১ সালের ভারতীয় প্রধানমন্ত্রীর ঢাকা সফর এবং ২০২৪ সালের ঘটনাবলীর হত্যাকাণ্ডের বিচার, নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, সংবিধানের প্রস্তাবনায় আল্লাহর ওপর আস্থা পুনঃস্থাপন এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিপীড়ন বন্ধের দাবি জানানো হয়।
সমাবেশে উপস্থিত জৌনপুরের ইসলামি চিন্তাবিদ সাইয়্যেদ এনায়েতুল্লাহ আব্বাসী বলেন, “অসংখ্য আলেম-ওলামাকে অন্যায়ভাবে জঙ্গি তকমা দিয়ে কারাগারে রাখা হয়েছে। তাদের মুক্তি ছাড়া কোনো সংস্কার বা নির্বাচন হতে দেওয়া হবে না।”
হেফাজতের কেন্দ্রীয় সদস্য মাহমুদ বিন হোসাইন বলেন, “পবিত্র কোরআনবিরোধী যেকোনো কর্মকাণ্ড প্রতিরোধে হেফাজতের কর্মীরা সর্বোচ্চ ত্যাগে প্রস্তুত।”
সকালে শুরু হওয়া এই সমাবেশ দুপুরে হেফাজতের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবু নগরীর মোনাজাতের মাধ্যমে শেষ হয়। ভোর থেকেই নেতা-কর্মীদের মিছিলের কারণে শাহবাগসহ আশপাশের এলাকায় যান চলাচলে প্রভাব পড়ে।
সমাবেশে বক্তারা বিতর্কিত নারী কমিশন বাতিলের দাবি জানিয়ে সরকারের প্রতি আহ্বান জানান, যেন মানবিক করিডরের নামে বাংলাদেশকে আন্তর্জাতিক সংঘাতে না জড়ানো হয়।
১২৩ বার পড়া হয়েছে