সারাদেশে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা

শনিবার, ৩ মে, ২০২৫ ৮:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকাসহ দেশের আটটি বিভাগে দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (৩ মে) এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। এর প্রভাবে শনিবার ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
রোববার (৪ মে) রংপুর, রাজশাহীর কয়েকটি এলাকায় এবং অন্যান্য বিভাগের কিছু কিছু জায়গায়ও একই ধরনের আবহাওয়া থাকতে পারে।
সোমবার (৫ মে) থেকে বুধবার (৭ মে) পর্যন্ত একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়।
এছাড়া, দেশের বিভিন্ন স্থানে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামী পাঁচ দিনে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১২৬ বার পড়া হয়েছে