সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় ডায়াবেটিক সমিতির মেডিকেল ক্যাম্প ২৯ ও ৩০ মে, থাকবেন দেশসেরা চিকিৎসকেরা

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুষ্টিয়া
ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুষ্টিয়া

শুক্রবার, ২ মে, ২০২৫ ৪:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অধীনস্থ কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির উদ্যোগে আগামী ২৯ ও ৩০ মে, বৃহস্পতি ও শুক্রবার, দুই দিনব্যাপী এক বিশেষ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

কুষ্টিয়া শহরের হাসপাতাল রোডে অবস্থিত মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতালে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। দেশের প্রখ্যাত চিকিৎসকরা সরাসরি অংশ নিয়ে সাধারণ রোগীদের পরামর্শ ও সেবা প্রদান করবেন।

ডায়াবেটিস ও অন্যান্য সাধারণ রোগের সেবার পাশাপাশি ক্যাম্পে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ সেবা প্রদান করা হবে বলেও জানিয়েছেন এর পরিকল্পনাকারী ও আয়োজক কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মতিউর রহমান লাল্টু। তিনি সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত দিনে উপস্থিত থেকে চিকিৎসা গ্রহণেরও আহ্বান জানান।

যারা থাকছেন এ চিকিৎসা সেবায়:

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ও প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান।


বারডেম হাসপাতালের ইউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কিডনি ট্রান্সপ্লান্ট সার্জন এবং মহাপরিচালক
অধ্যাপক ডা. মির্জা মাহবুবুল হাসান ফয়সাল।


বাডাসের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ও কার্ডিয়াক প্রকল্প সমূহের এ্যাডভাইজার ডা. এম এ রশিদ।


বারডেম হাসপাতালের চর্ম ও যৌন বিভাগের সাবেক সিনিয়র কনসালটেন্ট
অধ্যাপক ডা. মীর নজরুল ইসলাম।


বারডেম একাডেমির পরিচালক ও ডায়াবেটোলজি এন্ড এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা. মোঃ ফারুক পাঠান।


বারডেম হাসপাতালের মেডিসিন বিভাগের
প্রধান অধ্যাপক ডা. রাজিউর রহমান।


বারডেম হাসপাতালের চক্ষু বিভাগের ইউনিট প্রধান অধ্যাপক ডা. পূরবী রানী দেবনাথ।


বারডেমের নাক কান গলা ও হেড নেক সার্জারির বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সুধাংশু শেখর বিশ্বাস।


বারডেমের নিউরোমেডিসিন বিভাগীয়
সহযোগী অধ্যাপক ডা. মো: রাশেদুল ইসলাম।


বারডেমের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো: আব্দুল বাকী।


বারডেমের নেফ্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা.তোফায়েল আহমেদ চৌধুরী।


বারডেমের গাইনী বিভাগের সহকারী অধ্যাপক ডা. জেসমিন জেরিন প্রমুখ দিনভর চিকিৎসাসেবা প্রদান করবেন।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন