সর্বশেষ

আন্তর্জাতিক

পাকিস্তানের ওয়ানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ৯, আহত ২১

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫ ৪:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার ওয়ানা এলাকায় পিস কমিটি কার্যালয়ের কাছে একটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত কমপক্ষে ৯ জন নিহত এবং ২১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

দেশটির পুলিশ ও প্রশাসনের বরাতে এই তথ্য জানিয়েছে জিও নিউজ।

উপ-পুলিশ সুপার (ডিএসপি) ইমরানউল্লাহ এক বিবৃতিতে জানান, বিস্ফোরণে আহতদের সংখ্যা ২১ জনে পৌঁছেছে। আহতদের মধ্যে ১৬ জনকে ওয়ানা জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মেডিকেল সুপারিনটেনডেন্ট (এমএস) জান মুহাম্মদ।

বিস্ফোরণের তীব্রতায় পিস কমিটির কার্যালয়টি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ডেপুটি কমিশনার নাসির খান প্রাথমিকভাবে সাতজন নিহত এবং ১৬ জন আহত হওয়ার তথ্য দিলেও পরে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়ায়।

এখন পর্যন্ত এই হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে এবং ঘটনাটি সন্ত্রাসী হামলা হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

সম্প্রতি পাকিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। বিশেষত নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করেই এসব হামলা হচ্ছে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা।

থিংক ট্যাঙ্ক পাকিস্তান ইন্সটিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস) এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারিতে সন্ত্রাসী হামলার হার আগের মাস ডিসেম্বরের তুলনায় ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন