সর্বশেষ

জাতীয়

গাজীপুরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৫ জন, হাসপাতালে একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫ ৭:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরের বাসন থানার মোগরখাল এলাকায় একটি বাসায় গ্যাসের আগুনে দগ্ধ পাঁচজনের মধ্যে একজন মারা গেছেন।

নিহতের নাম সীমা (৩০)। তিনি সোমবার সকাল সোয়া ৯টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রোববার রাতে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানান ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তার ভাষ্যমতে, রাত সাড়ে ১০টার দিকে দগ্ধ পাঁচজনকে হাসপাতালে আনা হয়। সীমার শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল।

দগ্ধ অন্যরা হলেন– পারভীন (৩৫), তাসলিমা (৩০), তানজিলা (১০) ও দেড় বছর বয়সী শিশু আয়ান। তাদের মধ্যে তাসলিমা ও তানজিলার শরীরের যথাক্রমে ৯৫ ও ৯০ শতাংশ পুড়ে গেছে। পারভীনের শরীরের ৩২ শতাংশ ও আয়ানের শরীরের ২৮ শতাংশ পুড়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

দগ্ধ পারভীনের স্বামী মাজহারুল ইসলাম জানান, তারা ভাড়া বাসায় থাকেন এবং ঘটনার সময় তিনি বাইরে ছিলেন। খবর পেয়ে তিনি বাসায় ছুটে আসেন।

তিনি বলেন, “যতটুকু জানতে পেরেছি, সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে ঘরে জমে ছিল। চুলা জ্বালানোর সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং ঘরের ভেতরে আগুন ধরে যায়।”

আহতদের মধ্যে পারভীন হচ্ছেন মাজহারুলের স্ত্রী এবং আয়ান তাদের দেড় বছর বয়সী ছেলে। বাকিরাও একই বাড়ির ভাড়াটিয়া বলে জানিয়েছেন তিনি।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন