সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরার কলারোয়ায় ঘুমন্ত শিশুকে কুপিয়ে হত্যা, গ্রেফতার মা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ ৬:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাটরা গ্রামে মর্মান্তিক এক ঘটনায় দেড় বছরের শিশু খাদিজা খাতুনকে ঘুমন্ত অবস্থায় বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার মা।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় জনতা ঘাতক মাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

নিহত খাদিজা খাতুন উপজেলার কুশোডাঙা গ্রামের বাসিন্দা তৌহিদুজ্জামানের মেয়ে। এ ঘটনায় আটক মা আসমা খাতুন (২৪) একই গ্রামের বাসিন্দা এবং বাটরা গ্রামের আব্দুল মাজেদের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, আসমা খাতুন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। এজন্য তার মা আলেয়া খাতুন বৃহস্পতিবার আসমাকে শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে আসেন চিকিৎসার জন্য। শুক্রবার দুপুরে আসমা তার মেয়ে খাদিজাকে বারান্দায় ঘুম পাড়াচ্ছিলেন। এ সময় আলেয়া খাতুন তাকে ডাক্তারখানায় নিয়ে যেতে ভ্যান আনতে বাইরে যান। ফিরে এসে তিনি দেখতে পান, রান্নাঘর থেকে ধারালো বটি এনে আসমা তার শিশু কন্যার গলায় আঘাত করেছেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোজাব্বর হোসেন জানান, ঘটনার পর ঘরের বারান্দায় চুপচাপ বসে ছিলেন আসমা। মানসিক ভারসাম্যহীনতার কারণেই তিনি এ ধরনের নিষ্ঠুর কাজ করেছেন বলে মনে করা হচ্ছে।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, প্রাথমিক তদন্তে আসমার মানসিক সমস্যা থাকার প্রমাণ পাওয়া গেছে। তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে। শিশু খাদিজার মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

২৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন