কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে শাহবাগ অবরোধ করেছে শিক্ষার্থীরা

মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ ৫:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি পালন করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মঙ্গলবার রাত ১০টা ৪০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকা থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন।
জানা গেছে, কুয়েটের উপাচার্যকে পদত্যাগের জন্য সোমবার টিএসসি এলাকায় আয়োজিত এক কর্মসূচি থেকে মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে উপাচার্য পদত্যাগ না করায় এই অবরোধ কর্মসূচি শুরু হয়।
অবরোধে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী। রাত ১১টার পর আরও শিক্ষার্থী শাহবাগ মোড়ে যোগ দেন, ফলে অবরোধ আরও বিস্তৃত হয়। এতে শাহবাগ মোড় হয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে।
অবস্থান কর্মসূচিতে ‘দালাল ভিসির গদিতে, আগুন জ্বালো একসাথে’ এবং ‘কুয়েট ভিসির গদিতে, আগুন জ্বালো একসাথে’—এমন বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।
অবরোধ কর্মসূচির নেতৃত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ জানান, কুয়েট উপাচার্যকে সরিয়ে দেওয়ার বিষয়ে প্রশাসন বা সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস দেওয়া হলে তাঁরা অবরোধ তুলে নেবেন। অন্যথায় এক থেকে দেড় ঘণ্টার মধ্যে পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানান তিনি।
১২৫ বার পড়া হয়েছে