পহেলা বৈশাখে শিশু জুঁই হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৫

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ ৩:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনার চাটমোহর উপজেলায় ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিন সাত বছরের শিশু জুঁইয়ের হত্যা মামলায় পাঁচ তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় গণমাধ্যমে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের বিবরণ প্রকাশ্যে এসেছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, হত্যার ঘটনায় জড়িতরা গাঁজা সেবন করে আনন্দ ফূর্তি করার ইচ্ছা নিয়ে বের হয়েছিল। তারা প্রতিবেশীর আমবাগানে কিছুক্ষণ গাঁজা সেবন করে। এ সময় শিশু জুঁইকে আম কুড়াতে দেখে তাদের মনে পাশবিকতা জেগে ওঠে। তারা শিশুটিকে ধরে পাশের কলা বাগানে নিয়ে গিয়ে দলবেধে ধর্ষণ করে এবং পরে শ্বাসরোধে হত্যা করে।
স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, ১৪ এপ্রিল বিকেলে জুঁই তার দাদীর বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়। পরে প্রতিবেশী আমবাগানে গেলে বখাটেদের নজরে পড়ে। তারা তাকে ভুলিয়ে কলা বাগানে নিয়ে যায় সেখানেই ঘটে পাশবিক ঘটনা। হত্যার পর লাশটি চিনতে না পারে এজন্য এসিড জাতীয় পদার্থ দিয়ে মুখ পুড়ানোরও চেষ্টা চালায় তারা।
গ্রেফতারকৃতদের মধ্যে ২৫ বছর বয়সী সোহেল রানা, ১৬ বছর বয়সী শেখ সাদি, শাকিব, আবদুল্লাহ এবং ১৩ বছর বয়সী সিয়াম রয়েছে।
হত্যাকাণ্ডের পর পুলিশই রোববার সক্রিয় অভিযান পরিচালনার মাধ্যমে তাদের গ্রেফতার করে এবং পাবনা আদালতে সোপর্দ করে। গত ১৫ এপ্রিল, পরিবার ভুট্টা ক্ষেত থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করে। জুঁইয়ের মা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে চাটমোহর থানায় মামলা দায়ের করেছেন।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি উঠেছে।
১৪৫ বার পড়া হয়েছে