সর্বশেষ

জাতীয়

আ.লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ৬:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আওয়ামী লীগের মিছিল ও রাজনৈতিক কার্যক্রম প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ নির্দেশনার কথা জানান।

সাম্প্রতিক সময়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝটিকা মিছিল বের করায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের পর দলটি পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।

এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "রাজধানীতে শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে কোনোরূপ বিশৃঙ্খল বা উসকানিমূলক রাজনৈতিক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে আওয়ামী লীগ কোনো ধরনের মিছিল বা জনসমাবেশ করতে না পারে।"

উল্লেখ্য, গতকাল শুক্রবার রাজধানীর উত্তরাসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভকারীরা আওয়ামী লীগের বিরুদ্ধে 'জুলাই আন্দোলনে গণহত্যার' অভিযোগ এনে বিচারের দাবি জানান।

এরই প্রেক্ষাপটে আজ স্বরাষ্ট্র উপদেষ্টা ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন চারটি থানা—বিমানবন্দর, উত্তরা পশ্চিম, তুরাগ ও উত্তরা পূর্ব থানার কার্যক্রম পরিদর্শনে যান।
তিনি সকাল ১১টা ১০ মিনিটে প্রথমে বিমানবন্দর থানায় পৌঁছান এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

সরকারি সূত্রে জানা গেছে, ধাপে ধাপে রাজধানীর সব থানার কার্যক্রম পর্যালোচনা করা হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৪২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন