সর্বশেষ

আইন-আদালত

জুলাই গণহত্যার তিন মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৬ এপ্রিল, ২০২৫ ৯:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, জুলাই মাসে সংঘটিত তিনটি গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে প্রসিকিউশনের কাছে জমা পড়েছে।

তিনি আশা প্রকাশ করেছেন, এর মধ্যে অন্তত দুটি মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র চলতি মাসের মধ্যেই ট্রাইব্যুনালে জমা দেওয়া সম্ভব হবে।

রোববার ট্রাইব্যুনাল চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তাজুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা ও গণহত্যার অভিযোগে দায়ের করা মামলা, আশুলিয়ায় মৃতদেহ পোড়ানোর ঘটনা এবং চানখারপুলে সংঘটিত গণহত্যার মামলার তদন্ত প্রতিবেদন হাতে এসেছে। এসব প্রতিবেদন এখন যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে।

তিনি আরও বলেন, বিচার কার্যক্রম থামিয়ে দিতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে, তবে কোনো অপপ্রচার বা ষড়যন্ত্রই বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারবে না।

প্রসিকিউশন ও তদন্ত সংস্থার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ প্রমাণ করা সম্ভব নয় বলেও দাবি করেন তিনি।

১৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন