সর্বশেষ

আন্তর্জাতিক

কঙ্গোয় নৌকাডুবিতে অন্তত ২৫ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ ২:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আফ্রিকার ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর পশ্চিমাঞ্চলীয় একটি নদীতে নৌকাডুবির ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন।

এছাড়া আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। এটি জানিয়েছে আনাদোলু এজেন্সি।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পশ্চিমাঞ্চলীয় মাই-নডোম্বে প্রদেশের কোয়া নদীতে একটি নৌকা ডুবে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। প্রাথমিক হিসাবে নিহতের সংখ্যা ২৫ এবং জীবিত উদ্ধার হওয়া যাত্রী ৩০ জন। বিশেষজ্ঞরা ধারণা করছেন, রাতের সময় নৌযান চলাচলই নৌকাডুবির মূল কারণ হতে পারে।

দুর্ঘটনাকবলিত নৌকাটি নাগাম্বোমি গ্রামের ফুটবল খেলোয়াড়দের নিয়ে মুশি শহরে একটি ম্যাচ খেলতে যাচ্ছিল। মুশি বন্দর থেকে রাত ১১টায় যাত্রা শুরু করার পর, ১২ কিলোমিটার পাড়ি দেওয়ার পর নৌকাটি ডুবে যায়।

মুশি পুলিশ স্টেশন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করলেও, তারা বিস্তারিত কিছু জানায়নি।

এটি উল্লেখযোগ্য যে, এই অঞ্চলে নৌকাডুবির ঘটনা প্রায়ই ঘটে থাকে। গত বছর ডিসেম্বরে, মাই-নডোম্বে প্রদেশের ইনোঙ্গো শহরে যাওয়ার পথে আরেকটি নৌকা ডুবে গিয়েছিল।

১৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন