সর্বশেষ

জাতীয়

ছড়িয়ে পড়েছে খিলগাঁওয়ের আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর খিলগাঁওয়ে তালতলা মার্কেটের পাশে একটি স-মিলে লাগা আগুন পাশের একটি গ্যারেজে ছড়িয়ে পড়েছে। 

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুনটি স-মিল থেকে পাশের একটি গ্যারেজে ছড়িয়ে পড়েছে। গ্যারেজে থাকা বিভিন্ন গাড়িতে আগুন লাগছে এবং সিলিন্ডার বিস্ফোরিত হচ্ছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে আগুন লাগে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ।

তিনি জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ৬টি ইউনিট যোগ দিয়েছে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, স-মিল থেকে আগুন পাশের গ্যারেজেও ছড়িয়েছে। এসময় একটি গাড়ি থেকে বিস্ফোরণের শব্দও শোনা গেছে।
 
 

তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও কোনো হতাহতের খবর জানা যায়নি। আগুন নেভানোর কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
 

১৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন