সর্বশেষ

রাজনীতি

ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর নিয়ে ছাত্রদল মন্তব্য

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে হামলা করার ঘটনায় জুলাই অভ্যুত্থানের কিছু অংশের হাত থাকতে পারে।

তার মতে, শেখ হাসিনা গণহত্যার জন্য এখনো ক্ষমা না চাওয়ায়, ক্ষুব্ধ জনগণ হয়তো এই হামলা চালিয়েছে।

তিনি বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) ঢাকা কলেজে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি শেষ করে গণমাধ্যমের সামনে এসব মন্তব্য করেন।

নাছির উদ্দিন নাছির আরও বলেন, ১৯৭৫ সালে পটপরিবর্তনের পর থেকে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার শাসনামলে ধানমন্ডির এই বাড়ি অক্ষত ছিল। কিন্তু জুলাই অভ্যুত্থানে যে গণহত্যা সংঘটিত হয়, তার পরেও শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই। এর ফলেই ক্ষুব্ধ জনতা হয়তো এ হামলা চালিয়েছে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে দুই হাজারের বেশি নিরীহ মানুষ নিহত হয়েছিল। তাদের আত্মত্যাগ সার্থক হবে যদি গণহত্যায় অংশ নেওয়া সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয় এবং তাদের বিচার করা হয়।

এ সময়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা যেন শেখ হাসিনার উসকানিতে পা না দেয় এবং তার নির্দেশ মানতে বিরত থাকে।

উল্লেখ্য, কর্মসূচির শেষে ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগের বিচারের দাবিতে কলেজ অধ্যক্ষের কাছে স্মারকলিপি জমা দেন।

৩৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন