অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ ৭:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে চাঞ্চল্যকর ঘটনায় অন্য এক আসামির জামিনপত্র ব্যবহার করে পালিয়ে গেছেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক কয়েদি।
বৃহস্পতিবার দুপুরে পালানোর ঘটনা ঘটলেও বিষয়টি প্রকাশ্যে আসে শনিবার (৩০ জানুয়ারি) রাতে। এ ঘটনায় দায়িত্বে গাফিলতির অভিযোগে ডেপুটি জেলারসহ ৮ কারা কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পালিয়ে যাওয়া আসামির নাম হৃদয়। তিনি কসবা উপজেলার নিমবাড়ি গ্রামের মুজিবুর মিয়ার ছেলে এবং ২০১৮ সালের আখাউড়া থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত।
কারা সূত্রে জানা গেছে, নবীনগর থানায় ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার হওয়া দিদার হোসেন নামে এক আসামির জামিনের কাগজ দেখিয়ে হৃদয় কারাগার থেকে বেরিয়ে যান। দায়িত্বে থাকা কর্মকর্তাদের তদারকির ঘাটতির সুযোগ নিয়েই তিনি এই কৌশলে পালাতে সক্ষম হন।
ঘটনার পর সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- সর্ব প্রধান কারারক্ষী শাহাদাত হোসেন, ডেপুটি জেলার মো. আজহারুল ইসলাম, কারারক্ষী মোরশেদ আলম, মো. হানিফ মিয়া, মোহাম্মদ জাহিদ হাসান, মোহাম্মদ আবু খায়ের, রবিউল আলম ও শাহাব উদ্দিন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মো. ওবায়াদুর রহমান বলেন, দায়িত্বে অবহেলার সুযোগে এ ঘটনা ঘটেছে। ঘটনার সময় বিদ্যুৎ না থাকায় সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার জানান, ঘটনার তদন্তে কারা অধিদপ্তর থেকে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে কারা উপমহাপরিদর্শক ছগির মিয়াকে। অন্য সদস্যরা হলেন চাঁদপুরের জেলার ও ফেনীর জেল সুপার।
এদিকে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেছেন, পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
১০৫ বার পড়া হয়েছে