১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঘোষণা তারেক রহমানের
শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ ৭:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
পাশাপাশি যমুনা নদীতে স্থায়ী বেরিবাঁধ নির্মাণ এবং টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ি শিল্পকে আধুনিকায়নের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
শনিবার সন্ধ্যায় রাজশাহী, নওগাঁ ও বগুড়াসহ বিভিন্ন জেলায় টানা তিন দিনের দলীয় কর্মসূচি শেষ করে সড়কপথে ঢাকায় ফেরার পথে যমুনা সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের দরুন-চরজানা বাইপাস এলাকায় আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দীর্ঘ ২১ বছর পর টাঙ্গাইল সফরে আসেন তারেক রহমান। জেলা সফরে এটিই ছিল তার প্রথম রাজনৈতিক জনসভা। তাকে ঘিরে জনসভাস্থলে হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। পুরো জেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বিকেল ৫টা ২০ মিনিটে জনসভায় যোগ দিয়ে প্রায় ৬টার দিকে বক্তব্য শুরু করেন তিনি। প্রায় ৪০ মিনিটের বক্তব্যে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন উন্নয়ন ও রাজনৈতিক ইস্যু তুলে ধরেন।
তারেক রহমান অভিযোগ করেন, গত ১৭ বছরে জনগণের কল্যাণে কার্যকর কোনো উন্নয়ন হয়নি, বরং ‘মেগা প্রকল্পের’ নামে বড় ধরনের দুর্নীতি হয়েছে। তিনি বলেন, “বিএনপি শান্তিতে বিশ্বাস করে, সংঘাত বা সহিংসতায় নয়। তবে নির্বাচন ঘিরে নানা ষড়যন্ত্র হচ্ছে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ভোটের আগের দিন থেকেই প্রস্তুতি নিতে হবে, ভোরে কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে এবং ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্র পাহারা দিতে হবে। একই সঙ্গে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি।
সভায় টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনের আটজন প্রার্থীর হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে তাদের পরিচয় করিয়ে দেন বিএনপি চেয়ারম্যান।
টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও এমপি প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ফকির মাহবুব আনাম, এস এম ওবায়দুল হক নাসির ও রবিউল আওয়াল লাভলুসহ স্থানীয় নেতারা।
উল্লেখ্য, গত ১১ জানুয়ারি টাঙ্গাইল সফরের পরিকল্পনা থাকলেও নির্বাচন কমিশনের অনুরোধে তা স্থগিত করা হয়। প্রায় দেড়যুগ লন্ডনে অবস্থান শেষে দেশে ফেরার পর এবারই টাঙ্গাইলে তারেক রহমানের প্রথম সফর। ২০০৪ সালে সর্বশেষ দেলদুয়ারে গেলেও সে সময় কোনো জনসভায় বক্তব্য দেননি তিনি।
১০৫ বার পড়া হয়েছে