ধামরাইয়ে সুদের টাকার চাপে যুবকের আত্মহত্যা
শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ ১:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ে সুদের টাকার চাপ সহ্য করতে না পেরে সুমন রাজবংশী অপু (৩৭) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার বাইশাকান্দা গ্রামে নিজ বাড়িতে বরই গাছের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত অপু আনন্দ রাজবংশীর ছেলে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় জাহাঙ্গীর আলমের কাছ থেকে সুদের বিনিময়ে টাকা নিয়েছিলেন অপু। পরিবারের দাবি, সুদের টাকা আদায়ের জন্য জাহাঙ্গীর আলম নিয়মিত ফোনে চাপ দিতেন এবং শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন।
স্বজনরা জানান, শুক্রবার রাতেও সুদের টাকা পরিশোধের জন্য মোবাইল ফোনে চাপ দেওয়া হয়। সেই চাপ সহ্য করতে না পেরে শনিবার সকালে আত্মহত্যার পথ বেছে নেন অপু। ঘটনাস্থল থেকে একটি চিরকুটসহ বেশ কয়েকটি নোট উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীর আলমের বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান বলেন, 'আমরা মরদেহ উদ্ধার করেছি এবং চিরকুট পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।'
১০৭ বার পড়া হয়েছে