গোপালগঞ্জে আনসার ব্যাটালিয়ন ক্যাম্পে ককটেল বিস্ফোরণ
শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ ১:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে গোপালগঞ্জ শহরতলীর বেদগ্রাম এলাকায় অবস্থিত আনসার ব্যাটালিয়ন (২ বিএন) সদর দপ্তরের অভ্যন্তরে এ বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ডাইনিং বিল্ডিং ও মডেল বিল্ডিংয়ের মাঝখানের ফাঁকা স্থানে জর্দার কৌটায় কালো কসটেপ প্যাঁচানো একটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। বিস্ফোরণের পর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা নজরদারি জোরদার করেছে।
এ বিষয়ে বেদগ্রাম আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাসকিন আরা জানান, ককটেল বিস্ফোরণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।
উল্লেখ্য, এর আগে গত ২৬ জানুয়ারি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এবং ২৮ জানুয়ারি জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পাঁচ দিনের ব্যবধানে একের পর এক এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
১০৫ বার পড়া হয়েছে