নারায়ণগঞ্জে ভোট নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত ৬২ বিজিবি ব্যাটালিয়ন
শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ ৪:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ৬২ বিজিবি অধীন নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছে।
শুক্রবার দুপুরে ব্যাটালিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত মিডিয়া ব্রিফিংয়ে অধিনায়ক লে. কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত জানান, সরকার এবং নির্বাচন কমিশনের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করে ভোটারদের জন্য নিরাপদ, ভয়মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে মাঠে দায়িত্ব পালন করবে।
নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। চোরাচালান, মাদক ও অস্ত্র পাচারসহ সকল ধরনের অপরাধ দমনে টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।
লেঃ কর্নেল আরাফাত জানান, ১ ফেব্রুয়ারি থেকে দেশের সকল এলাকায় পূর্ণমাত্রায় মোতায়েন থাকবে বিজিবি। নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন চার জেলায় ১৭টি উপজেলায় দায়িত্ব পালন করবে এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত থাকবে।
১০৫ বার পড়া হয়েছে