একাত্তরের নির্যাতনকারীরাও ফিরে এসেছে নির্বাচনে: সালাহউদ্দিন
শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ ৪:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামের পেকুয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, একাত্তরে যারা সনাতন ধর্মাবলম্বীদের নির্যাতন করেছিল, তারাই আবার নবরূপে ফিরে এসে নির্বাচনে দাঁড়িয়েছে।
তিনি দেশবাসীর কাছে প্রশ্ন রাখেন, এই তাদের হাতে কি দেশের সকল নাগরিক নিরাপদ?
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে একটি ধর্মভিত্তিক দলের হাতে এ দেশের সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের সবচেয়ে বেশি নির্যাতন সহ্য করতে হয়েছিল এবং তারা বড় ত্যাগ স্বীকার করেছিলেন। যারাই স্বাধীনতায় বিশ্বাস করেনি বা স্বাধীনতা চায়নি, তারাই এই নির্যাতন চালিয়েছিল।
তিনি বলেন, বিএনপির শাসনামলে এদেশের সকল ধর্মের মানুষ নিরাপদ ছিল। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। তিনি সকলকে বাংলাদেশী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। সালাহউদ্দিন আরও উল্লেখ করেন, আমরা কোনো ধরনের জাতি, ধর্ম বা বর্ণভিত্তিক বিভাজন চাই না; আমরা সবাই মিলেমিশে বাংলাদেশী হিসেবে বসবাস করতে চাই।
শুক্রবার সকালে হিন্দু-বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় পেকুয়া উপজেলা বিশ্বাসপাড়া পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক চন্দময় বিশ্বাস তিলকের সভাপতিত্বে পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদীদ মুকুট, বিশ্বাসপাড়া কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি শিমুল বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক রমেশ বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুমন বিশ্বাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অংতোয়াইচিং রাখাইন, বারবাকিয়া লোকনাথ মন্দিরের পরিচালনা কমিটির সভাপতি রিপন কান্তি নাথ, বারবাকিয়া সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি পরিতোষ নাথ, শিলখালী বিষ্ণু মন্দিরের সভাপতি মাস্টার অনিল কান্তি শীলসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
১১০ বার পড়া হয়েছে