সারাদেশ
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মিলন মিয়া (৪৪) আটক হয়েছেন।
ফুলছড়িতে দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা আটক
কায়সার প্লাবন, গাইবান্ধা
শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ ২:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মিলন মিয়া (৪৪) আটক হয়েছেন।
বৃহস্পতিবার রাতে বালাশীঘাট এলাকার রসুলপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকারীরা তার বসতবাড়ি তল্লাশি করে ৪টি রামদা, একটি চাইনিজ কুড়াল ও একটি বড় ছুরি জব্দ করেন। আটককৃত মিলন মিয়াকে সেনাবাহিনীর একটি টিম থানায় হস্তান্তর করেছে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সম্ভাব্য সহিংসতা ও নাশকতা রোধ করতে এই ধরনের অভিযান নিয়মিতভাবে জোরদার করা হচ্ছে।
১০৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন