কুষ্টিয়া-১: দৌলতপুরে নির্বাচনী নিরাপত্তা জোরদার
শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ ১:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার সীমান্তবর্তী দৌলতপুর (কুষ্টিয়া-১) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৭ ব্যাটালিয়ন।
নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে ইতোমধ্যে উপজেলার ডাংমড়কা এলাকায় তিন প্লাটুন বিজিবি সদস্য অস্থায়ী ক্যাম্প স্থাপন করে দায়িত্ব পালন করছেন।
উপজেলাটির ভারতের সঙ্গে প্রায় ৮১.৫ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকা নিরাপদ রাখতে ১৩টি বিওপিতে তিন শতাধিক বিজিবি সদস্য কাজ করছেন। এছাড়া নির্বাচনী এলাকা জুড়ে ড্রোন নজরদারি, এপিসি টহল এবং ‘কে-নাইন’ ডগ স্কোয়াড মোতায়েন করে গুরুত্বপূর্ণ চেকপোস্টে তল্লাশি চালানো হচ্ছে।
বিজিবি সূত্রে জানা গেছে, কুষ্টিয়া ও রাজবাড়ীর ১১টি উপজেলা ও ৬টি সংসদীয় আসনে ১৪.৫ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করতে ১০টি অস্থায়ী বেইজ ক্যাম্প এবং ২২টি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
তফসিল ঘোষণার পর দৌলতপুর সীমান্তে পৃথক দুটি অভিযানে চারটি বিদেশি পিস্তল, আটটি ম্যাগাজিন এবং আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে বিএনপি, জামায়াত এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
কুষ্টিয়া বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, 'আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি বদ্ধপরিকর। বিশৃঙ্খলা রোধে আমাদের টহল ও নজরদারি অব্যাহত থাকবে। ৩০ জানুয়ারি থেকে চেকপোস্টে ডগ স্কোয়াডের তল্লাশি এবং এপিসি গাড়ির মাধ্যমে রেকি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।'
তিনি আরও জানান, সীমান্ত দিয়ে আসা অবৈধ অস্ত্র ও অন্যান্য চোরাচালান রোধে বিজিবি সক্রিয়ভাবে কাজ করছে।
১৬৯ বার পড়া হয়েছে