লক্ষ্মীপুরে আগামীর পরিকল্পনার কথা জানালেন ডা. শফিকুর
শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ ১:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
লক্ষ্মীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সভায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে দেশের যুবকদের হাতেই দেশের নেতৃত্ব হস্তান্তর করার পরিকল্পনার কথা ঘোষণা করেছেন।
তিনি বলেছেন, পুরনো বিভাজন আর বিরোধ তৈরি করা হবে না, যুবকদের স্বপ্নের অগ্রগামী বাংলাদেশ গড়ে তোলা হবে।
সভায় তিনি বলেন, যুবকদের বেকার ভাতা দেয়ার পরিবর্তে তাদের দক্ষ কারিগর হিসেবে গড়ে তোলা হবে এবং প্রত্যেকের হাতে মর্যাদাপূর্ণ কাজ তুলে দেওয়া হবে। তিনি উল্লেখ করেছেন, জোটের ৬২ শতাংশ প্রার্থী যুবক।
সভায় লক্ষ্মীপুর-১ আসনের প্রার্থী মাহবুব আলম, লক্ষ্মীপুর-২ আসনের প্রার্থী রুহুল আমিন ভূঁইয়া, লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী রেজাউল করিম এবং লক্ষ্মীপুর-৪ আসনের প্রার্থী হাফিজ উল্যাহর হাতে নির্বাচনী প্রতীক তুলে দেওয়া হয়।
সভায় দেশজুড়ে পুরনো রাজনীতির সমালোচনা করা হয়েছে। বক্তারা বলেছেন, দীর্ঘ সময় ধরে দেশের রাজনীতিতে ফ্যাসিবাদ, দুর্নীতি এবং চাঁদাবাজি বেড়ে গেছে, যা জনগণের অধিকার ক্ষুণ্ন করেছে।
সভায় জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এটিএম মাসুম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি আতিকুর রহমান, ডাকসুর ভিপি সাদিক কায়েম, শিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুতাসিম বিল্লাহ সাহেদী, জাকসুর জিএস মাজহারুল ইসলাম ও চাকসুর জিএস সাঈদ বিন হাবিবসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।
১০৮ বার পড়া হয়েছে