সারাদেশ
পটুয়াখালী-৪ আসনের ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী ডা. জহির উদ্দিন আহমেদের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
কুয়াকাটায় ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে ডা. জহির উদ্দিনের বৈঠক
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ ১:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালী-৪ আসনের ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী ডা. জহির উদ্দিন আহমেদের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে কুয়াকাটার একটি অভিজাত হোটেলে এ বৈঠক হয়।
বৈঠকে ইইউ’র দীর্ঘমেয়াদী নির্বাচন পর্যবেক্ষক ভিকিন্তা রোসিনাতে ও পেতার বাহচেভানোভ অংশ নেন। তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রার্থীর সঙ্গে মতবিনিময় করেন।
আলোচনায় নির্বাচনকালীন পরিবেশ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করা, ভোটারদের নিরাপত্তা, প্রার্থীদের সমান সুযোগ এবং গণতান্ত্রিক অধিকার সংরক্ষণের বিষয়গুলো গুরুত্ব পায়। উভয় পক্ষই একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
ডা. জহির উদ্দিন আহমেদ নির্বাচনী এলাকায় স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক পরিবেশ বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন বলে জানা গেছে।
১০৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন