১৯ বছর পর আগামীকাল সিরাজগঞ্জে যাচ্ছেন তারেক রহমান
শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ ১২:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তরাঞ্চল সফরের অংশ হিসেবে সিরাজগঞ্জে আসছেন বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান।
দীর্ঘ ১৯ বছর পর শনিবার দুপুর ২টায় তিনি সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে অনুষ্ঠিতব্য এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
জেলা বিএনপি আয়োজিত এ সমাবেশে সিরাজগঞ্জ ও পাবনার দলীয় প্রার্থীসহ লক্ষাধিক নেতাকর্মীর উপস্থিতি থাকবে বলে দাবি আয়োজকদের।
সমাবেশ সফল করতে ইতোমধ্যে বিসিক শিল্প পার্ক এলাকায় বিশাল মঞ্চ নির্মাণ, মাইক স্থাপন ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করার কাজ জোরেশোরে চলছে। পাশাপাশি জেলা জুড়ে মাইকিং করে নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। তাকে বরণ করে নিতে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, সমাবেশকে ঘিরে পুরো জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ সদর আসনের মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বে সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, এই সমাবেশে লাখো মানুষের সমাগম ঘটবে।
১০৫ বার পড়া হয়েছে