ককটেল আতঙ্কে গোপালগঞ্জে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন
শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ ১২:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে সাম্প্রতিক ককটেল নিক্ষেপের ঘটনায় জনমনে সৃষ্ট আতঙ্কের প্রেক্ষিতে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার বিজিবির সদস্যরা জেলায় পৌঁছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব গ্রহণ করেন।
জেলা প্রশাসকের কার্যালয় চত্বর, জেলা জজের বাসভবন ও গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল নিক্ষেপের ঘটনার পর শহরজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় সদর, কাশিয়ানী, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও মুকসুদপুর উপজেলায় পৃথক ক্যাম্প স্থাপন করেছে বিজিবি।
এসব ক্যাম্প থেকে ঢাকা-খুলনা মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। যানবাহন তল্লাশি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে, যাতে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জসহ আশপাশের চার জেলায় পুলিশের নজরদারিও বাড়ানো হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোটের আগে ও ভোটের দিন সম্ভাব্য সহিংসতা, নাশকতা এবং ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির আশঙ্কায় এসব এলাকাকে বিশেষ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুর জেলার অতীত রাজনৈতিক সহিংসতা ও সাম্প্রতিক গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে পূর্ববর্তী হামলা, সংঘর্ষ ও সহিংসতার ঘটনাগুলো বিবেচনায় রাখা হয়েছে।
বিজিবির টুআইসি মেজর নূর উদ্দিন আহমাদ জানান, প্রতিটি উপজেলায় ক্যাম্প স্থাপন করে নিয়মিত টহল ও তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সদস্যরা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছেন।
১০৫ বার পড়া হয়েছে