জামালপুর-৫ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র মাসুদ ইব্রাহীম
বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি, ২০২৬ ৭:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুর সদর-৫ (সংসদীয় আসন ১৪২) এ স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৈধতা ফিরে পেয়েছেন মাসুদ ইব্রাহীম।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) উচ্চ আদালত ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
পরে তিনি উচ্চ আদালত ও নির্বাচন কমিশনের রায়ের কপি জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলীর কাছে হস্তান্তর করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ সিদ্ধান্তের ফলে জেলায় মোট ৩৩ জন প্রার্থী আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন।
প্রার্থিতা ফিরে পেয়ে মাসুদ ইব্রাহীম বলেন, আদালত ও নির্বাচন কমিশনের সিদ্ধান্তে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সাবেক কেন্দ্রীয় ছাত্র ও যুবনেতা হিসেবে জামালপুর সদরের সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত জামালপুর গড়ার প্রত্যয়ও জানান।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে পৌরসভার ১২টি ওয়ার্ড ও সদরের ১৫টি ইউনিয়নের প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবেন। নতুন শিল্প-কারখানা স্থাপন, গ্রামীণ রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন সুবিধা নিশ্চিতকরণ এবং নাগরিক অধিকার বাস্তবায়নে উদ্যোগ নেওয়ার কথা জানান। পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও বেকার যুবকদের কর্মমুখী শিক্ষার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনার কথাও তুলে ধরেন।
এদিকে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে ‘ফুটবল’ প্রতীক বরাদ্দের জন্য লিখিত আবেদন করেছেন এবং দল-মত নির্বিশেষে ভোটারদের সমর্থন কামনা করেছেন।
১২১ বার পড়া হয়েছে