সর্বশেষ

জাতীয়টাইম ম্যাগাজিনকে সাক্ষাৎকার: কোনো দল নিষিদ্ধের পক্ষে নন তারেক রহমান
১৪ বছর পর ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু হচ্ছে আজ
সারাদেশচট্টগ্রামের রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে শিশুর মৃত্যু
শেরপুরে নির্বাচনী ইশতেহার বিতরণ মঞ্চে সংঘর্ষ, জামায়াত নেতা নিহত
আন্তর্জাতিকইরানমুখী আরও মার্কিন নৌবহর, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বাড়ছে
খেলাঅনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টানা জয়ের খোঁজে ব্যর্থ বাংলাদেশ, ইংল্যান্ডের কাছে বড় হার
ইয়ামালের দুর্দান্ত গোল, আবার শীর্ষে বার্সা
প্রযুক্তি

ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে নতুন প্রিমিয়াম সাবস্ক্রিপশন আনছে মেটা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি, ২০২৬ ২:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ডিজিটাল ডেস্ক — সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে পরীক্ষামূলকভাবে নতুন প্রিমিয়াম সাবস্ক্রিপশন–সুবিধা চালুর ঘোষণা দিয়েছে মেটা। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ সুবিধা বিদ্যমান ‘মেটা ভেরিফায়েড’ সেবার বাইরে আলাদাভাবে যুক্ত হবে।

মেটা জানিয়েছে, নতুন সাবস্ক্রিপশন প্যাকেজ সাধারণ ব্যবহারকারী, কনটেন্ট নির্মাতা ও ব্যবসায়ীদের প্রয়োজন বিবেচনায় রেখে তৈরি করা হচ্ছে। এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা একাধিক বাড়তি সুবিধা পাবেন, যা তাঁদের উৎপাদনশীলতা ও সৃজনশীলতা বাড়াতে সহায়ক হবে। পাশাপাশি এতে যুক্ত হবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) নতুন কিছু ফিচার।

বর্তমানে চালু থাকা ‘মেটা ভেরিফায়েড’ সেবায় ভেরিফায়েড ব্যাজ, সরাসরি সহায়তা, ভুয়া পরিচয় থেকে সুরক্ষা, সার্চ অপটিমাইজেশন ও বিশেষ স্টিকারসহ নানা সুবিধা থাকলেও সেগুলো সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত নয়। নতুন সাবস্ক্রিপশন সুবিধার ক্ষেত্রে এই সীমাবদ্ধতা থাকবে না বলে ইঙ্গিত দিয়েছে মেটা।

প্রতিষ্ঠানটির তথ্যমতে, আগামী কয়েক মাসের মধ্যেই ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে একটি উন্নত প্রিমিয়াম অভিজ্ঞতা চালু করার পরিকল্পনা রয়েছে। এই অভিজ্ঞতার আওতায় ব্যবহারকারীরা কনটেন্ট শেয়ার ও যোগাযোগ ব্যবস্থাপনায় আরও বেশি নিয়ন্ত্রণ পাবেন। তবে মেটা স্পষ্ট করেছে, প্ল্যাটফর্মগুলোর মূল ব্যবহার আগের মতোই বিনা মূল্যে চালু থাকবে।

এ উদ্যোগের অংশ হিসেবে সম্প্রতি অধিগ্রহণ করা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এজেন্ট ‘ম্যানাস’-এর ব্যবহারও সম্প্রসারণের পরিকল্পনা করছে মেটা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ম্যানাসকে তাদের নিজস্ব প্ল্যাটফর্মগুলোর সঙ্গে যুক্ত করা হবে। পাশাপাশি ব্যবসায়িক গ্রাহকদের জন্য আলাদা সাবস্ক্রিপশন হিসেবেও এটি বাজারজাত করা হবে। ইতোমধ্যে ইনস্টাগ্রামে ম্যানাস এআইয়ের একটি শর্টকাট যুক্ত করার কাজ শুরু হয়েছে।

মেটা আরও জানিয়েছে, ধাপে ধাপে সাবস্ক্রিপশন সুবিধা চালুর সময় ব্যবহারকারীদের মতামত সংগ্রহ করা হবে এবং সেই অনুযায়ী সেবাগুলো পরিমার্জন করা হবে। তবে প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ব্যবহারকারীদের আগ্রহ নিশ্চিত করতে হলে মেটাকে কার্যকর ও স্বতন্ত্র কিছু সুবিধা উপস্থাপন করতে হবে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
প্রযুক্তি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন