সোনারগাঁয়ে আধিপত্য নিয়ে উত্তেজনা, প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি
বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ৯:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের উত্তেজনার মধ্যে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে।
এতে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানী এলাকার নদীর পাড়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয়ভাবে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতা হামিদ আলীর সমর্থকদের সঙ্গে কুরবানপুর এলাকার রাসেল গ্রুপের বিরোধ চলছিল।
এ বিরোধের জেরে নিহত দরবেশ আলীর ছেলে মফিজুল ইসলাম মাহি ও তার সহযোগী মাইদুল ইসলাম জিয়া প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে প্রতিপক্ষের দিকে গুলি ছোড়ে বলে অভিযোগ রয়েছে। এ সময় আশপাশের লোকজন আতঙ্কে দ্রুত এলাকা ছেড়ে নিরাপদ স্থানে সরে যায়।
স্থানীয়দের দাবি, অস্ত্রধারীরা হামিদ আলী গ্রুপের সক্রিয় সদস্য। তবে এ ঘটনায় এখনো থানায় আনুষ্ঠানিক কোনো অভিযোগ দায়ের হয়নি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ জানান, ভাইরাল হওয়া ভিডিওটির বিষয়টি পুলিশ গুরুত্বসহকারে খতিয়ে দেখছে এবং অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১১৯ বার পড়া হয়েছে