সারাদেশ
জয়পুরহাট সদর উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এক নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তা মহড়া
জয়পুরহাট প্রতিনিধি
বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাট সদর উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এক নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জেলা সদর উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া মহড়া মাঠ পর্যায়ে সম্পন্ন হয়।
উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র্যাবের যৌথ উদ্যোগে পরিচালিত এই মহড়া নির্বাচনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আয়োজন করা হয়। জয়পুরহাট ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মুরাদ মহড়ার নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসার আশিক-উর-রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন বাহিনীর সদস্যরা।
যৌথ বাহিনী জানায়, নির্বাচনের আগ পর্যন্ত এই ধরনের টহল ও যৌথ কার্যক্রম অব্যাহত থাকবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। কোনো অপচেষ্টা প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৪৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন