দেবীনগরে দাঁড়িপাল্লা প্রতীকের জনসভায় জনসমুদ্র
বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ২:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর হাই স্কুল মাঠে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জননেতা নূরুল ইসলাম বুলবুলের নির্বাচনী জনসভা ব্যাপক জনসমাগমের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
দিয়াড় অঞ্চলসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাঠটি জনসমুদ্রে পরিণত হয়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, জনগণের অধিকার আদায় ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দাঁড়িপাল্লা প্রতীকই হতে পারে আস্থার প্রতীক। তিনি আগামী নির্বাচনে এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক মেয়র নজরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান এবং চরাঞ্চলের কৃতি সন্তান ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান। বক্তারা নূরুল ইসলাম বুলবুলকে একজন যোগ্য, সৎ ও পরীক্ষিত নেতৃত্ব হিসেবে উল্লেখ করে তাকে বিজয়ী করার আহ্বান জানান।
নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো জনসভা প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
১৪২ বার পড়া হয়েছে