সারাদেশ
পঞ্চগড়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পোস্টাল ব্যালট কার্যক্রমের অংশ হিসেবে প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে পোস্টাল ব্যালট বাক্স লক করা হয়েছে।
পঞ্চগড়ে প্রার্থীদের উপস্থিতিতে পোস্টাল ব্যালট বাক্স লকড
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ১:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পোস্টাল ব্যালট কার্যক্রমের অংশ হিসেবে প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে পোস্টাল ব্যালট বাক্স লক করা হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ কার্যক্রম সম্পন্ন হয়।
জানা গেছে, পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসনের মোট ১৮টি পোস্টাল ব্যালট বাক্স আনুষ্ঠানিকভাবে সবার সামনে সিলগালা ও লক করা হয়। এ সময় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান উপস্থিত প্রতিনিধিদের পোস্টাল ব্যালট বাক্স খোলা ও ব্যবস্থাপনার প্রক্রিয়া সরেজমিনে দেখিয়ে দেন।
অনুষ্ঠানে জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হাসান, বিভিন্ন প্রার্থীর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতেই এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
১৪৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন