নির্বাচনে জনগণের রায় মেনেই কাজ করবে ওয়াশিংটন: মার্কিন রাষ্ট্রদূত
বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ৮:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না বলে স্পষ্ট করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
তিনি বলেছেন, বাংলাদেশের জনগণ যাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র সেই সরকারের সঙ্গেই কাজ করবে।
বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
রাষ্ট্রদূত বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে তিনি বেশ আগ্রহী এবং ফলাফল দেখার অপেক্ষায় রয়েছেন। তাঁর ভাষায়, নির্বাচনের ফল নির্ধারণের অধিকার একমাত্র বাংলাদেশের জনগণের। জনগণের রায়ই চূড়ান্ত।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে না। জনগণ যাকে প্রতিনিধি হিসেবে বেছে নেবে, তাদের সঙ্গেই যুক্তরাষ্ট্র গঠনমূলকভাবে কাজ করতে প্রস্তুত থাকবে।
ক্রিস্টেনসেন জানান, সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তিনি জেনেছেন, নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে আয়োজনের আশা করা হচ্ছে। তিনিও চান ভোটের দিনটি আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হোক, যাতে ভোটাররা স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারেন।
এ সময় প্রধান নির্বাচন কমিশনারের দেওয়া প্রস্তুতি ও নির্বাচনসংক্রান্ত তথ্যেও সন্তোষ প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত। তিনি আশা করেন, বাংলাদেশ একটি সফল ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করবে।
১২২ বার পড়া হয়েছে