সর্বশেষ

জাতীয়বিএনপির বিরুদ্ধে স্বৈরাচারী ভাষা ব্যবহারের অভিযোগ তারেক রহমানের
আমাদের বিজয় হলে সর্বপ্রথম চাঁদাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান: ডা.শফিকুর
প্রবাসীদের পোস্টাল ভোটে অংশগ্রহণ, ভোট দিয়েছেন সাড়ে চার লাখের বেশি
সারাদেশআশুলিয়ায় গ্যাস লিকেজে বাসায় আগুন, ছাত্রদল নেতাসহ দগ্ধ ৪
ফ্যামিলি কার্ডের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : কুমিল্লায় আসিফ
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যে মার্কিন রণতরি মোতায়েন: ইরানে সম্ভাব্য হামলা ঘিরে উত্তেজনা
ইরানের ইসলামিক সরকার দুর্বল অবস্থায়: মার্কিন গোয়েন্দারা
খেলাঅনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টানা জয়ের খোঁজে ব্যর্থ বাংলাদেশ, ইংল্যান্ডের কাছে বড় হার
ইয়ামালের দুর্দান্ত গোল, আবার শীর্ষে বার্সা
সারাদেশ

নলডাঙ্গায় গণভোট সচেতনতা কার্যক্রমে গতি নেই, ভোটে অংশগ্রহণ নিয়ে শঙ্কা

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ২:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে গণভোট ও ভোটার সচেতনতা কার্যক্রম জোরদারের নির্দেশনা থাকলেও নাটোরের নলডাঙ্গা উপজেলায় প্রশাসনের দৃশ্যমান উদ্যোগ এখনো সীমিত।

ফলে ভোটারদের মধ্যে গণভোটের উদ্দেশ্য ও ভোটদানের প্রক্রিয়া নিয়ে স্পষ্ট ধারণার অভাব দেখা দিয়েছে। এতে গণভোটে অংশগ্রহণ কমে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নলডাঙ্গায় মোট ভোটারের সংখ্যা প্রায় ১ লাখ ৬৫ হাজার। এর মধ্যে নতুন ভোটার প্রায় ৭ হাজার এবং নারী ভোটার প্রায় ৮২ হাজার, যা মোট ভোটারের প্রায় অর্ধেক। এত বড় ভোটার জনগোষ্ঠী থাকা সত্ত্বেও গণভোট নিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা বা সচেতনতামূলক কার্যক্রম এখনো চোখে পড়ছে না।

নতুন ভোটারদের অনেকেই জানিয়েছেন, ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হলেও গণভোটের উদ্দেশ্য কিংবা ভোটদানের নিয়ম সম্পর্কে তারা অবগত নন।

 

নতুন ভোটার মারুফ হোসেন বলেন, 'আমাদের কোনো প্রশিক্ষণ বা সভায় ডাকা হয়নি। গণভোটে কীভাবে ভোট দিতে হবে, সেটাই জানি না।'

সাধারণ ভোটারদের অভিযোগ, নির্বাচন ঘনিয়ে এলেও প্রশাসনের পক্ষ থেকে মাইকিং, লিফলেট বিতরণ বা উঠান বৈঠকের মতো কার্যক্রম দৃশ্যমান নয়।

 

একজন ভোটার বলেন, 'ভোটার সচেতনতা ছাড়া সুষ্ঠু অংশগ্রহণ সম্ভব নয়। এখনো যদি উদ্যোগ না নেওয়া হয়, তাহলে অনেকেই ভোটকেন্দ্রে যাবেন না।'

নারী ভোটারদের মধ্যেও অনিশ্চয়তা রয়েছে। তারা জানান, গণভোট নিয়ে নারী-কেন্দ্রিক কোনো আলাদা সচেতনতা কার্যক্রম দেখা যাচ্ছে না।

 

জাহেদ বেগম রুহি নামের এক নারী ভোটার বলেন, 'নারীদের জন্য কী সুবিধা থাকবে বা সহায়তা কোথায় পাব-এ বিষয়ে কিছু জানানো হয়নি।'

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, গণভোট সফল করতে মাঠপর্যায়ে ব্যাপক প্রচার চালানোর কথা বলা হয়েছে। কমিশনের এক নির্দেশনায় বলা হয়, ভোটারদের মধ্যে গণভোটের উদ্দেশ্য, গুরুত্ব ও ভোটদানের পদ্ধতি স্পষ্টভাবে তুলে ধরতে উপজেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।

এ বিষয়ে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, 'নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী গণভোট ও ভোটার সচেতনতা কার্যক্রম বাস্তবায়নের কাজ চলছে। মাইকিং, সভা ও প্রচার কার্যক্রমের পাশাপাশি হ্যান্ডবিল বিতরণ আরও জোরদার করা হবে। নারী ভোটারদের প্রচারণায় মহিলা অধিদপ্তর ও তথ্য আপারা কাজ করছে।'

তবে স্থানীয় সচেতন নাগরিকরা মনে করছেন, সময়মতো কার্যকর উদ্যোগ না নিলে গণভোটে প্রত্যাশিত ভোটার উপস্থিতি নিশ্চিত করা কঠিন হবে। বিশেষ করে নতুন ও নারী ভোটারদের লক্ষ্য করে দ্রুত এবং আলাদা কর্মসূচি গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

১৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন