ইরানের ইসলামিক সরকার দুর্বল অবস্থায়: মার্কিন গোয়েন্দারা
বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ২:০৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছে, ইরানের বর্তমান ইসলামিক সরকার আগের যেকোনো সময়ের তুলনায় বেশি দুর্বল ও নড়বড়ে অবস্থায় রয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা বিশ্লেষণ অনুযায়ী ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের মাধ্যমে শাহ শাসনের পতনের পর থেকে এই প্রথম ইরানের সরকারের ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ সবচেয়ে দুর্বল পর্যায়ে পৌঁছেছে।
এমন সময়ে ট্রাম্পকে এই তথ্য জানানো হয়েছে, যখন তিনি ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলার পরিকল্পনা নিয়ে ভাবছেন। গত মাসে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকেই ট্রাম্প ইরানকে হামলার হুমকি দিয়ে আসছেন। যদিও একপর্যায়ে তিনি সেই পরিকল্পনা থেকে সরে এসেছিলেন, তবে সাম্প্রতিক সময়ে আবারও আগ্রাসী অবস্থানে ফিরে গেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
মার্কিন গোয়েন্দারা আরও জানিয়েছেন, ইরানের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ‘ঐতিহাসিকভাবে সবচেয়ে খারাপ’ অবস্থায় রয়েছে। এই অর্থনৈতিক সংকট সরকারের অবস্থানকে আরও দুর্বল করে তুলেছে বলে তাদের ধারণা।
এরই মধ্যে ট্রাম্পের হুমকির প্রেক্ষাপটে মঙ্গলবার মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন। এটির সঙ্গে রয়েছে একাধিক যুদ্ধজাহাজ, যেগুলোতে টোমাহকসহ অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সংযুক্ত রয়েছে।
১৩৯ বার পড়া হয়েছে