নির্বাচন ঘিরে ৩ দিন বন্ধ মোটরসাইকেল, একদিন মাইক্রো-ট্রাক
মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা সারাদেশে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। এছাড়া ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ভোটের দিন ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলেও নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
মঙ্গলবার এ–সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব বরাবর একটি চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। ইসির উপসচিব মনির হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে যান চলাচলের নিষেধাজ্ঞা ও শিথিলতার বিস্তারিত তুলে ধরা হয়।
চিঠিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, অনুমতিপ্রাপ্ত দেশি-বিদেশি পর্যবেক্ষক এবং জরুরি সেবায় নিয়োজিত যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। একই সঙ্গে ওষুধ, চিকিৎসা সামগ্রী, স্বাস্থ্যসেবা-সংক্রান্ত দ্রব্যাদি ও সংবাদপত্র পরিবহনকারী যানবাহন চলাচলের অনুমতি পাবে।
এছাড়া বিমানবন্দরে যাত্রী আনা-নেওয়ার ক্ষেত্রে টিকিট বা সংশ্লিষ্ট প্রমাণ দেখাতে পারলে যান চলাচলের সুযোগ থাকবে। দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন এবং দূরপাল্লার যাত্রী হিসেবে স্থানীয় পর্যায়ে যাতায়াতের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা শিথিল থাকবে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য একটি এবং তাদের নির্বাচনী এজেন্টের জন্য একটি করে ছোট আকারের যানবাহন (জিপ, কার, মাইক্রোবাস ইত্যাদি) রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে চলাচল করতে পারবে।
এ ছাড়া নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী বা অন্য ব্যক্তির জন্য মোটরসাইকেল ব্যবহারের সুযোগ থাকবে। টেলিযোগাযোগ সেবাকে জরুরি সেবা হিসেবে বিবেচনা করে বিটিআরসি ও তাদের লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের যানবাহনের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, জাতীয় মহাসড়ক, বন্দর এলাকা, আন্তজেলা ও মহানগরে প্রবেশ ও বের হওয়ার গুরুত্বপূর্ণ সড়ক এবং প্রধান সড়কের সংযোগ সড়কগুলোতেও প্রয়োজনে যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা শিথিল থাকবে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
১১৭ বার পড়া হয়েছে