চাঁপাইনবাবগঞ্জে ধানের শীষের নির্বাচনী সভা
মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬ ৪:৩২ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উজালা সংঘ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ। তিনি বলেন, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া। তিনি তার বক্তব্যে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক আহ্বায়ক মো. শামীম আহমেদ।
সভায় বক্তারা বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিকল্প নেই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য তারা ভোটারদের প্রতি আহ্বান জানান।
এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশ নেন। নির্বাচনী সভার আয়োজন করে নির্বাচন পরিচালনা কমিটি, ১৪ নম্বর ওয়ার্ড, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা।
১০৭ বার পড়া হয়েছে